কলকাতা ও নয়াদিল্লি: পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ নিয়ে বিতর্কে এবার সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়াকে শোকজের সিদ্ধান্ত নিল কংগ্রেস হাইকম্যান্ড। প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে সেকথা জানিয়েও দিয়েছে তারা।
শুক্রবার তুঘলক লেনে কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং বিরোধী দলনেতা আব্দুল মান্নান। ছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি-র সাধারণ সম্পাদক সি পি জোশীও।
বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মানস ভুঁইয়ার বসা নিয়ে যে জটিলতা শুরু হয়েছে, তা বিস্তারিতভাবে রাহুলকে জানান অধীর এবং মান্নান। অধীর চৌধুরীর দাবি, প্রায় চল্লিশ মিনিটের বৈঠকে সব শুনে রাহুল গাঁধী বলেন, দলে কেউ শৃঙ্খলাভঙ্গ করলে তা মেনে নেব না।
সূত্রের খবর, দু-একদিনের মধ্যেই মানস ভুঁইয়াকে শোকজের চিঠি পাঠাবে কংগ্রেস।মানস অবশ্য জানিয়েছেন, শোকজের চিঠি হাতে পেলেই যা বলার বলব।
বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদটি বামেদের ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস। কিন্তু, এই পদে মানস ভুঁইয়ার নাম ঘোষণা করেন বিধানসভার স্পিকার।
এরপর কংগ্রেস বিধায়করা মানসকে পদ ছাড়তে আর্জি জানালেও মানস তাতে রাজি হননি। এমনকী, প্রদেশ কংগ্রেস সভাপতির এসএমএসেও নিজের অবস্থান থেকে নড়েননি তিনি।
নানা সময় অধীর এবং মান্নানের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। এরপরই বিষয়টি নিয়ে হাইকম্যান্ডের দ্বারস্থ হয় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। শেষমেশ এবার মানস ভুঁইয়াকে শোকজে সবুজ সঙ্কেত দিল হাইকম্যান্ড।