বাজারে এল নয়া স্মার্টফোন প্যানাসনিক পি ৯০, দাম ৫,৫৯৯ টাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Jun 2018 10:26 AM (IST)
নয়াদিল্লি: প্যানাসোনিক ভারতে তাদের পি সিরিজের নয়া স্মার্টফোন পি ৯০ নিয়ে এসেছে। কোম্পানির এই এন্ট্রি লেভেল স্মার্টফোনের দাম ৫,৫৯৯ টাকা। কালো, নীল ও সোনালি রঙে এই ফোন পাওয়া যাবে। জিয়াওমি-র রেডমি ৫এ স্মার্টফোনকে বাজারে টক্কর দেবে এই ফোন। অনলাইন রিটেল স্টোরে এই ফোনের বিক্রি হবে। আজ থেকেই রিটেল স্টোরে পাওয়া যাবে এই ফোন। Panasonic P90 -র স্পেশিফিকেশনস এই ফোন 7.0 ন্যুগাতে চলে। এতে রয়েছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, রেজোলিউশন 720x1280 পিক্সেল। এতে রয়েছে কোয়াডকোর মিডিয়াটেক এমটি 6737 প্রোসেসর ও এক জিবি র্যাম। এই ফোনে রয়েছে ১৬ জিবি ইনবিল্ট স্টোরেজ, যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এই স্মার্টফোনে রয়েছে অটো ফোকাস মোড সহ ৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, সঙ্গে এলইডি ফ্ল্যাশ। এতে রয়েছে ৪ জি এলটিই, ব্লুটুথ, জিপিএস, ওয়াই-ফাই, ইউএসবি অটোজি ও এফএম রেডিও-র মতো কানেক্টিভিটি। এর ব্যাটারি 2400mAh।