কলকাতা: পঞ্চায়েত ভোট নিয়ে অশান্তির পারদ যখন তুঙ্গে, তখন এনিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপি। সুষ্ঠু ভোটের দাবিতে এদিন রাজ্য নির্বাচন কমিশনের সামনেও বিক্ষোভ দেখায় তারা। এনিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।
বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, সুষ্ঠু ভোটের আর্জি জানিয়ে, তাঁরা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। বিজেপির সুপ্রিম কোর্টে যাওয়ার কৌশলকে কটাক্ষ করেছেন তৃণমূলের মহাসচিব। তৃণমূল-বিজেপি দু’দলেরই গন্তব্য এখন রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য বিজেপির নেতা-কর্মীরা এদিন কমিশনের দফতরের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। তারপর মুকুল রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গিয়ে দেখা করে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে। বলেন, কমিশনারও বুঝতে পারছেন। সিম্প্যাথাইজ করেছেন। কিন্তু, তার কিছু করার নেই। বাংলা রক্তাক্ত।
মুকুল রায় যখন এই অভিযোগ তুলছেন, তখন পাল্টা রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে অভিযোগ জানিয়েছে তৃণমূল। গতকাল দিলীপ ঘোষ বলেছিলেন, যেমন ওষুধ দরকার, সেরকম আমরা দেব। প্রতিবার পঞ্চায়েতে সত্তর, আশি, একশো জন শ্মশানে যায়, এবারও তার ব্যতিক্রম হবে না। পাল্টা মার দেবই। বলা আর না বলায় কিছু নয়। মার তো বলে দেওয়া যায় না, দিতে হয়। কটাক্ষের সুরে অনুব্রত মণ্ডল বলেন, কলকাতায় বসে অনেক কিছু বলা যায়।
পঞ্চায়েত ভোট: সুষ্ঠু নির্বাচনের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপি
Web Desk, ABP Ananda
Updated at:
04 Apr 2018 11:25 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -