কলকাতা: পঞ্চায়েত ভোটকে ঘিরে অবিরাম হিংসা নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন একদা পরিবর্তনপন্থী বিদ্বজ্জনরা। বুধবার, প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন শিল্পী বিভাস চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট বিদ্বজ্জনরা। উপস্থিত ছিলেন শিল্পী বিভাস চক্রবর্তী, প্রাক্তন এজি বিমল চট্টোপাধ্যায়, শিক্ষাবিদ মীরাতুন নাহার, সুজাত ভদ্র প্রমুখ। সকলেই ভোট-কেন্দ্রিক হিংসা বন্ধ করে শান্তি বজায় রাখার আহ্বান করেন।
বিভাস চক্রবর্তী বলেন, রাজনৈতিক হানাহানি বন্ধ হোক। তাঁর প্রশ্ন, পঞ্চায়েত মনোনয়নে এত হিংসা হলে ভোটে কী হবে? তাঁর মতে, পশ্চিমবঙ্গে কোনও নির্বাচনই শান্তিপূর্ণ হয়নি। কিন্তু মনোনয়নেই এত অশান্তি হচ্ছে।
শাসক দলকে নিশানা করে বিদ্বজ্জনদের অভিযোগ, মনোনয়ন পেশে বিরোধীরা বাধাপ্রাপ্ত হচ্ছে। বলেন, বিরোধী দলকে মনোনয়ন পেশে বাধা দিচ্ছে শাসক দল। প্রতিযোগিতাবিহীন হিসেবে জয় সঠিক জয় নয়।
প্রাক্তন এজি বিমল চট্টোপাধ্যায়ের মতে, নির্বাচন অবাধ হওয়া উচিত। কিন্তু পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষেও হচ্ছে না। তাঁর আশঙ্কা, এমন হলে গণতন্ত্র বিকলাঙ্গ হয়ে যায়। বর্তমান শাসক দল এই অবস্থা তৈরি করছে। গায়ক প্রতুল মুখোপাধ্যায়ের মতে, আধিপত্য থেকে বড় বিপজ্জনক আর কিছু হয় না। আধিপত্যবাদ কায়েম করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না।
শিক্ষাবিদ মীরাতুন নাহার বলেন, ভোটে সক্রিয় ভূমিকা নিচ্ছে দুষ্কৃতীরা। কমিশনকে ঠুঁটো জগন্নাথ করে রাখা হয়েছে। বিরোধীদের মনোনয়ন জমার গণতান্ত্রিক অধিকারও নেই। সুজাত ভদ্র বলেন, মনোনয়ন যেখানে হবে তার পাশেই পিকনিক। মানুষকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে।