কলকাতা: আপাতত কাটল জট। ১৪ তারিখেই পঞ্চায়েত ভোট। জানাল হাইকোর্ট। আপত্তি নেই সুপ্রিম কোর্টেরও। ই-মনোনয়নে স্থগিতাদেশ। ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভোট, জানিয়ে দিয়েছে কমিশন। এদিকে ভোটের বাকি আর মাত্র ৩ দিন। জেলায় জেলায় প্রস্তুতি তুঙ্গে। সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট। ১৭ মে সকাল ৮টা থেকে ভোটের গণনা।

#পঞ্চায়েত ভোট কবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার রাজ্য নির্বাচন কমিশনের হাতেই ছাড়ল কলকাতা হাইকোর্ট। ভোট ঘিরে কমিশন সন্তুষ্ট হলে হাইকোর্ট হস্তক্ষেপ করবে না।কারণ আদালতের নিজস্ব কোনও সুরক্ষাব্যবস্থা নেই।  তার জন্য রাজ্য সরকারের ওপর নির্ভর করতে হবে। সেই নিরাপত্তা বন্দোবস্তয় অবাধ ও নিরপেক্ষ ভোট করা সম্ভব মনে হলে তা করতে পারে।  হাইকোর্ট বলেছে, নির্বাচন কমিশনই ঠিক করবে কবে হবে পঞ্চায়েত ভোট। হাইকোর্ট বলেছে, যখনই ভোট হোক,  তা অবাধ ও নিরপেক্ষ হওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে কমিশনকে।
এর ফলে ১৪ মে কমিশন যদি ভোট করতে চায়, তাহলে সেক্ষেত্রে আর কোনও বাধা রইল না।

তবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছে,২০১৩-র থেকে সন্ত্রাস বেশি হলে  যাঁরা নিরাপত্তা রিপোর্ট দিয়েছেন, তাঁরা দায়ী থাকবেন। আর্থিক সাহায্য দিতে হবে আধিকারিকদের।সাহায্য দিতে হবে সরকারি আধিকারিকদের বেতন থেকে।বেতন যথেষ্ট না হলে, সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে।আধিকারিকদের সম্পত্তি-বেতন যথেষ্ট না হলে, অর্থ দেবে রাজ্য।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আজ পঞ্চায়েত ভোটের নিরাপত্তা সংক্রান্ত মূল মামলার রায় দিয়েছে।