কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিরোধী কংগ্রেস-পিডিএস। মনোনয়ন বিজ্ঞপ্তি ঘিরেও ধোঁয়াশা রয়েছে বলে তাদের অভিযোগ। পাশাপাশি ফের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। আজ বেলা সাড়ে দশটায় বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে এই মামলার শুনানি। এছাড়া আজ রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হতে পারে। ভোটের দিনক্ষণ জানাতে তাদের মধ্যে আলোচনার সম্ভাবনা।