পণ্ডিতিয়াকাণ্ড:সিসিটিভি ফুটেজে উদ্ধার নয়া তথ্য, দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি সমান্তরালভাবে যাচ্ছিল না
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Sep 2016 10:10 AM (IST)
কলকাতা: পণ্ডিতিয়া তাণ্ডবের ঘটনায় সিসিটিভি ফুটেজে উদ্ধার নয়া তথ্য। যে ঘটনার থেকে এই তাণ্ডবের সূত্রপাত সেই হাজরা রোড দুর্ঘটনাকাণ্ডে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি সমান্তরালভাবে যাচ্ছিল না। হাজরা রোডের দুর্ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন হোমিসাইড শাখার গোয়েন্দারা। দুর্ঘটনাস্থলের ২০ মিটার দূরে ছিল সিসিটিভি ক্যামেরা। দুর্ঘটনার পর খবর দেওয়া হয় কাছাকাছি পুলিশ কিয়স্কে। দুর্ঘটনাকাণ্ডে আজ তিন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে, এখনও সপরিবারে ফেরার গাড়ির মালিক বরুণ মাহেশ্বরী।