পুদুচেরী: অবৈধ প্রেমিকের সঙ্গে ছক কষে স্বামীকে খুন করার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল চেন্নাই পুলিশ। মহিলার নাম জয়ন্তী প্রসাদ, তার প্রেমিক শেখ পির মহম্মদকেও গ্রেফতার করা হয়েছে।

কলকাতার ব্যবসায়ী বছর চল্লিশের বিবেক প্রসাদ তামিলনাড়ুর পাশে ভানুরে একটি ওয়াটার বটলিং প্ল্যান্ট নির্মাণ করছিলেন। প্রকল্পের সুপারবাইজার হিসেবে তিনি নিয়োগ করেন শেখ পির মহম্মদ ওরফে বাবুকে।

এই বাবু বিবেকের স্ত্রী জয়ন্তীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে বলে অভিযোগ। স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হওয়ায় জয়ন্তী ও বাবু বিবেককে খুনের ছক কষে।

এ মাসের ১ তারিখ বিবেক যখন ওই প্ল্যান্ট নির্মাণস্থলে যান, অভিযোগ, তখন লম্বা একটি ছোরা দিয়ে বাবু তাঁকে কুপিয়ে খুন করে। তারপর দেহ তার্পোলিনে ঢেকে সেখানেই একটি সেপটিক ট্যাঙ্কের ফেলে দেয়। ট্যাঙ্কটি ঢেকে দেয় বালি দিয়ে।

এরপরই চম্পট দেয় বাবু। ১১ তারিখ তামিলনাড়ু পুলিশ ও শুল্ক দফতরের আধিকারিকদের উপস্থিতিতে ওই সেপটিক ট্যাঙ্ক খোঁড়া হয়। উদ্ধার হয় বিবেক প্রসাদের পুরোপুরি পচাগলা দেহ।

গতকাল বাবুকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তির ভিত্তিতে জয়ন্তীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, জয়ন্তীই গোটা অপরাধের মাস্টারমাইন্ড ছিল।