নয়াদিল্লি: রোজভ্যালিকাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকে তৃণমূল-বিজেপির বিক্ষোভ-পাল্টা বিক্ষোভে উত্তাল রাজ্য। এই প্রেক্ষাপটে বুধবার একে একে রাজভবনের দরজায় কড়া নাড়ল সব দলই। বুধবার দুপুরে তৃণমূল সাংসদরা যখন দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছেন, তখন রাজ্যের নেতা-মন্ত্রী-বিধায়করা দরবার করেন রাজ্যপালের কাছে। সুদীপের গ্রেফতারি নিয়ে উগরে দেন ক্ষোভ। রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও আরেক সাংসদকে এমন সময়ে গ্রেফতার করা হল যে, মানুষের মনে প্রশ্ন উঠতে বাধ্য। তাঁর দাবি, মমতা নোটবন্দির প্রতিবাদ করছেন বলে তাঁকে শায়েস্তা করতে চান (মোদী)। তিনি যোগ করেন, নেতাদের গ্রেফতার করে তৃণমূলকে রোখা সম্ভব নয়।
সুদীপের গ্রেফতারি: রাজভবনে তৃণমূল, হামলা নিয়ে রাজ্যপালের দ্বারস্থ বিজেপিও
Web Desk, ABP Ananda | 04 Jan 2017 06:36 PM (IST)