কলকাতা:  শুক্রবার মাঝরাতে পাতিপুকুর রেলব্রিজের কাছে সুভাষ কলোনীতে বিধ্বংসী আগুনে ২০ টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। মৃত্যু হয় অন্তত দুজনের। বেশ কয়েকজন আহত। ঘটনাস্থলে যায় দমকলের ১৬ টি ইঞ্জিন ও বিপর্যয় মোকাবিলা দল। ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু এক মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরীর। শোকে বিহ্বল বাবা। বার করার আগেই সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে ঝলসেও বাঁচাতে পারিনি ভাইঝিকে, আক্ষেপ জ্যাঠার। গতকাল রাতে স্ত্রী আর ছোট মেয়েকে নিয়ে ঝুপড়ি থেকে বেরিয়ে এসেছিলেন দিলীপ অধিকারী। বেরিয়ে আসতে বলেছিলেন বড় মেয়ে প্রিয়াকেও। কিন্তু দিলীপবাবুরা বেরিয়ে আসামাত্রই আগুনের গোলায় পরিণত হয় ঝুপড়ি। মৃত্যু হয় মাধ্যমিক পরীক্ষার্থী বছর ১৬-র প্রিয়া অধিকারীর। পাশের ঘরে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় প্রিয়ার কাকা বছর ২৭-এর নিমাই অধিকারীরও। সব হারিয়ে শীতের সকালে রেললাইনে আশ্রয় নিয়েছেন ঝুপড়িবাসীরা।