সঞ্চয়ন মিত্র, কলকাতা: বাজারে সবজি ও আলুর দাম এখনও ঊর্ধ্বমুখী। বাড়তে বাড়তে জ্যোতি আলুর দাম পৌঁছেছে ৩৫ টাকা কেজিতে। চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪০ টাকা দরে। বাজারে গিয়ে নাজেহাল ক্রেতারা।
কাঁচালঙ্কা থেকে আলু, পেঁয়াজ-পটল-ঢ্যাঁড়শ থেকে উচ্ছে-বেগুন-ঝিঙে - সবের দামই চড়া।
সরকারি সুফল বাংলার স্টল থেকে জ্যোতি আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে। কিন্তু বাজারে যে সরকারি আলু আসার কথা ছিল তা আসছে না বলে অভিযোগ। ফলে খুচরো বাজারে দাম অনেকটাই বেশি।
বুধবার গড়িয়াহাট বাজারে জ্যোতি আলু বিক্রি হয়েছে ৩২ থেকে ৩৫ টাকা কেজি দরে। চন্দ্রমুখী বিক্রি হয়েছে ৩৬ থেকে ৪০ টাকা কেজিতে।
সবজির দামও অনেকটাই বেশি। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা কেজি। ঢ্যাঁড়শ ৫০-৬০ টাকা ।পটল ৫০-৮০ টাকা।ঝিঙে ৫০ টাকা কেজি। করলা ৫০ টাকা,টমেটো ৬০ টাকা কেজি।
গাজর বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬০ টাকা। বিনস ১৫০ টাকা কেজি। কাঁচালঙ্কা ১৫০ থেকে ২০০ টাকা কেজি।
যদিও টাস্ক ফোর্সের এক সদস্যের দাবি, আগে অনেকটা বেশি থাকলেও এখন সামান্য দাম কমেছে সবজির। তবে আলুর দাম কমা নিয়ে কোনও আশার কথা শোনাতে পারেননি তিনি।
কেন কমছে না আলুর দাম? বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, দাম অনেকটা চড়া হওয়ায় ভিন রাজ্যে চলে যাচ্ছে আলু। তাই আলুর দাম এখানে নামছে না। রাজ্যে এখনই আলুর দাম কমার কোনও সম্ভাবনা দেখছেন না তাঁরা।