কলকাতা: ই এম বাইপাস ও আনোয়ার শাহ রোড ক্রসিংয়ে গলায় করাত দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করলেন ১ অজ্ঞাতপরিচয় ব্যক্তি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আজ সকাল ৯টা নাগাদ ওই রাস্তায় কেএমডিএ-র তরফে জলের পাইপ লাইন বসানোর কাজ চলাকালীন এক শ্রমিকের হাত থেকে করাত কেড়ে নিয়ে নিজের গলায় চালিয়ে দেন ওই ব্যক্তি।
পূর্ব যাদবপুর থানার ট্রাফিক গার্ডের ওসি তাঁকে উদ্ধার করে অটো করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই সময় অটো থেকে ফের ঝাঁপ দেন তিনি।
পরে আবার তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বাইপাস-আনোয়ার শাহ ক্রসিংয়ে গলায় করাত চালিয়ে আত্মহত্যার চেষ্টা ১ ব্যক্তির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Sep 2017 12:30 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -