কলকাতা: প্রায় প্রতিদিনই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৭৫ টাকা ৪৭ পয়সা। অন্যদিকে লিটার প্রতি ডিজেল বিক্রি হচ্ছে ৬৬ টাকা ৫২ পয়সায়। পয়লা ডিসেম্বর পেট্রোলের দাম ছিল ৬৭ টাকা ৭১ পয়সা। কিন্তু তার পর থেকে প্রতিদিনই অল্প অল্প করে দাম বেড়েছে। দু’মাসে দাম বেড়েছে প্রায় ৮ টাকা। অন্যদিকে ২০১৪ সালে ৬৪ টাকায় পৌঁছেছিল ডিজেলের দাম। চলতি মাসে ডিজেলের ক্ষেত্রেও রেকর্ড পরিমান দাম বেড়েছে। বিশ্ববাজারে পেট্রোপণ্যের দাম কমার আশা না থাকায় আশঙ্কা বাড়ছে আম জনতার মধ্যে।