কলকাতা: কিছুটা সস্তা হল তেল। গত কয়েক দফায় বাড়ার পর এবার কমল পেট্রোল-ডিজেলের দাম। স্বস্তি সাধারণ মানুষের। পেট্রোলের দাম কমল লিটার প্রতি ৭৪ পয়সা। ডিজেল ১টাকা ৩০ পয়সা।
দাম কমার ফলে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়াল ৬০ টাকা ৫৮ পয়সা। ডিজেল ৪৮ টাকা ৭৯ পয়সা প্রতি লিটার।
গত ১৬ মার্চ ও ৪ এপ্রিল দু’দফায় বেড়েছে তেলের দাম। গত ৪ এপ্রিল লিটারে ২ টাকা ১৯ পয়সা বেড়েছিল পেট্রোলের দাম। ডিজেলের দাম বেড়েছিল লিটার পিছু ৯৮ পয়সা। দাম কমল এগারো দিনের মাথায়। আজ মাঝ রাত থেকেই কার্যকর নতুন দাম।
দিল্লিতে পেট্রোলের দাম কমে হবে ৬১.১৩ টাকা প্রতি লিটার। আগে ছিল ৬১.৮৭ টাকা প্রতি লিটার। ডিজেলের দামও বর্তমানে ৪৯.৩১ টাকা প্রতি লিটার, যা কমে হবে ৪৮.০১ টাকা প্রতি লিটার।
লিটারে ৭৪ পয়সা দাম কমল পেট্রলের, ডিজেলের ১.৩০ টাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Apr 2016 02:13 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -