কলকাতা: চিনের স্মার্টফোন কোম্পানি ফিকোম ভারতের নিয়ে এল স্মার্টফোন Clue 630। এর দাম ৩,৯৯৯ টাকা। এই ফোন অনলাইন স্টোর স্ন্যাপডিলে পাওয়া যাচ্ছে। এই ফোন 1800MHz (Band 3) এবং 2300MHz (Band 40) LTE- উভয় ব্যান্ডকেই সাপোর্ট করে। উল্লেখ্য, ৪জি পরিষেবা দিতে ভারতের টেলিকম কোম্পানিগুলি ওই দুটি ব্যান্ড ব্যবহার করে। সস্তা দামের জন্য Clue 630 অন্যান্য ৪জি স্মার্টফোন কোম্পানিগুলিকে টক্কর দেবে বলে মনে করা হচ্ছে। ডুয়াল সিমের এই ফোন অ্যান্ড্রয়েড 5.1 ললিপপ অপারেটিং সিস্টেমে চলে। এই স্মার্টফোনের ডিসপ্লে ৫ ইঞ্চি, রেজোলিউশন 480×854 পিক্সেল।
এতে রয়েছে 1.1GHz কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 210 (MSM8909) প্রোসেসর, সঙ্গে ১ জিবি র্যাম ও Adreno 304 GPU। ফোনের ইনবিল্ড স্টোরেজ ৮ জিবি, যা ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যায়।
এই স্মার্টফোনে রয়েছে ৫ মেগাপিক্সেল রিয়ার ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। কানেক্টিভিটি ফিচার্সের মধ্যে রয়েছে ৪জি, ৩জি, জিপিআরএস, ওয়াই-ফাই, ইউএসবি এবং ব্লুটুথ।
এর ব্যাটারি 2300mAh। এতে একটানা সাত ঘন্টা কথা বলা যাবে এবং ২৫০ ঘন্টা স্ট্যান্ডবাই থাকবে। কালো ও সাদা রঙে পাওয়া যাবে এই ফোন।
Clue 630 দামের নিরিখে বাজারে ZTE Blade Qlux 4G, Motorola Moto E (Gen 2) 4G এবং Lenovo A2010 স্মার্টফোনের সঙ্গে টক্কর দেবে।
ভারতে ৩,৯৯৯ টাকায় ৪জি স্মার্টফোন Clue 630 নিয়ে এল ফিকোম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Apr 2016 09:57 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -