কলকাতা : ছবি-বিতর্কে আরও অস্বস্তিতে তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন।


 

লিখিত অভিযোগের ১১ দিন পরেও কেন পদক্ষেপ নয়? স্টেটাস রিপোর্ট জানতে চেয়ে লালবাজারে বিজেপি-র প্রতিনিধি দল। সোমবারের মধ্যে পুলিশ এ বিষয়ে কিছু না জানালে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বিজেপি।

 

বাম-বিজেপি আঁতাঁতের অভিযোগ করতে গিয়ে একটি ছবি তুলে ধরেই বিতর্কে জড়িয়ে পড়েন ডেরেক ও’ব্রায়েন। বিজেপির দাবি, রাজনাথ সিংহর সঙ্গে থাকা নরেন্দ্র মোদির জায়গায় কারসাজি করে প্রকাশ কারাটের মুখ বসিয়ে দেওয়া হয়েছে ডেরেকের দেখানো ছবিতে।

 

ডেরেকের সাংবাদিক সম্মেলনের পরদিনই পুলিশে অভিযোগ জানায় বিজেপি। ঘটনার পর ১১ দিন কেটে গেলেও কেন এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি? এই প্রশ্ন তুলে মামলার স্টেটাস রিপোর্ট জানতে চেয়ে শুক্রবার লালবাজারে যায় বিজেপির প্রতিনিধি দল।

 

জাল ছবি দেখিয়ে বামেদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে বলে ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে দিল্লির মন্দির মার্গ থানায় অভিযোগ দায়ের করেন সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাটও। সেই অভিযোগের প্রেক্ষিতে দিল্লি পুলিশ কী ব্যবস্থা নিয়েছে? সেদিকও নজর রাখা হচ্ছে বলে বিজেপির তরফে জানানো হয়েছে।