সিল করা হল পিনকনের কলকাতা অফিস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Nov 2017 12:14 AM (IST)
কলকাতা: পিনকনকাণ্ডে আগেই গ্রেফতার করা হয়েছে সংস্থার কর্ণধার সহ সংস্থার ৭ জনকে।এবার ইকনমিক অফেন্স উইং সিল করল কলকাতার অফিস। পুলিশ সূত্রে খবর,পশ্চিমবঙ্গ ও রাজস্থান-সহ নানা রাজ্যের অসংখ্য বিনিয়োগকারীকে প্রতারণার অভিযোগ পিনকনের বিরুদ্ধে। কাঁথি, খেজুরি, বালিগঞ্জ সহ এরাজ্যের ১০ জায়গায় দায়ের হয়েছে অভিযোগ। ৫৬ কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগ উঠেছে। রাজস্থানেই প্রতারিতের সংখ্যা ২৫ হাজার। ধৃত ৭জনকেই এদিন তোলা হয় রাজস্থানের আদালতে। ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।