অর্জুনের তিরে ছিল পরমাণু অস্ত্র, বিজ্ঞান নিয়ে আজব তত্ত্ব রাজ্যপালের

বিজ্ঞান নিয়ে আজব তত্ত্ব রাজ্যপাল জগদীপ ধনখড়ের। তাঁর দাবি, বিংশ শতাব্দী নয়, তার আগেও রামায়ণে উড়ন্ত যানের ব্যবহার ছিল।

Continues below advertisement
কলকাতা: বিজ্ঞান নিয়ে আজব তত্ত্ব রাজ্যপাল জগদীপ ধনখড়ের। একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাঁর দাবি, বিংশ শতাব্দী নয়, তার আগেও রামায়ণে উড়ন্ত যানের ব্যবহার ছিল। অর্জুনের তিরে ছিল পরমাণু অস্ত্র। মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধের বর্ণনা করেছেন সঞ্জয়,তাও ঘটনাস্থলে থেকে নয়। বিজ্ঞানী বিকাশ সিংহ এ ধরনের মন্তব্য কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, রাজ্যপালের মস্তিষ্ক বিকৃতি। বিজ্ঞানের এ ধরনের অপব্যাখ্যায় ক্ষুব্ধ বিকাশবাবু বলেছেন,   চিন্তাধারার মধ্যে এ ধরনের কাল্পনিক বিষয় অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার।এর অর্থ হল, সবই আমরা জানতাম, এখন নতুন কিছু হচ্ছে না। এমন হলে তো পুরানো নিয়েই বসে থাকতে হবে।   এখন বলছেন, অর্জুনের তিরে ছিল পরমাণু অস্ত্র। কিছুদিন পরে হয়ত বলবেন, কৃষ্ণের চক্রে ছিল হাইড্রোজেন বোমা।রাজ্যপালের নিজের পদমর্যাদার বজায় রেখে মন্তব্য করা উচিত। তিনি বলেছেন, পুরাণের সঙ্গে এভাবে বিজ্ঞানকে গুলিয়ে দেওয়া একেবারেই সমীচিন নয়।
Continues below advertisement
Sponsored Links by Taboola