কলকাতা: খালি চোখে দেখে বোঝার জো নেই! কিন্তু একটু ভাল করে নজর দিলেই, বোঝা যাবে আসল-নকলের ফারাকটা! 'প্লাস্টিক-ডিমে'র আতঙ্ক ছড়াল কলকাতাতেও!
পুলিশ সূত্রে দাবি, তিলজলার বাসিন্দা এই গৃহবধূ বাজার থেকে তিনি যে ডিম কিনে এনেছিলেন, বৃহস্পতিবার তা রান্না করার সময় দেখতে পান, ওই ডিমের কুসুম প্লাস্টিকের মতো দেখতে! সন্দেহ হওয়ায় ডিম পোড়ান। তখনই দেখতে পান, ডিম থেকে প্লাস্টিকের মতো গন্ধ বেরোচ্ছে!
কড়েয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই মহিলা। বিশেষ সূত্র মারফত বিষয়টি জানতে পারেন মেয়র শোভন চট্টোপাধ্যায়।
ঘটনায় উদ্বেগপ্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়।
পুলিশ সূত্রে খবর,পার্ক সার্কাসের এক ব্যবসায়ীর কাছ থেকে ডিম কিনেছিলেন অনিতা। ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
শহরে ‘প্লাস্টিক’ ডিম!পুলিশে অভিযোগ দায়ের গৃহবধূর, তদন্তের নির্দেশ মেয়রের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Mar 2017 08:36 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -