পিএনবি কেলেঙ্কারিতে শহরের ৪ ঠিকানায় তল্লাশি চালাচ্ছে ইডি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Feb 2018 01:29 PM (IST)
কলকাতা: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারিতে শহরের ৫টি জায়গায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দক্ষিণ কলকাতার একটি মল থেকে ৩ কোটি টাকার গয়না সহ এখনও পর্যন্ত ২৫ কোটি টাকার হিরে জহরত বাজেয়াপ্ত করেছে তারা। পিএনবি কাণ্ডে কলকাতায় এখনও ৪টি জায়গায় তল্লাশি চলছে। শুধু কলকাতা নয়, দেশজুড়েই চলছে ইডির তল্লাশি অভিযান। উত্তরপ্রদেশের ৭টি শহরেও মেহুল চোকসির গীতাঞ্জলি ও নক্ষত্রের ১২টি শোরুমে হানা দিয়েছেন ইডি অফিসাররা। লখনউতে একটি মল থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। বারাণসী, গোরক্ষপুর, এলাহাবাদ ও নয়ডাতেও তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা।