ফাটল অ্যাডিশনাল ওসির মাথা, বেআইনি মদের কারবার বন্ধ করতে গিয়ে চিৎপুরে আক্রান্ত পুলিশ
ABP Ananda, Web Desk | 31 Mar 2018 09:00 AM (IST)
কলকাতা: রাজধানীর বুকে ফের আক্রান্ত হল পুলিশ। কাল রাতে বেআইনি মদের কারবার বন্ধ করতে গিয়ে চিৎপুর থানার অ্যাডিশনাল ওসির মাথা ফেটেছে। পুলিশের অভিযোগ, গতকাল রাতে চিৎপুরের জ্যোতিনগর কলোনিতে বেআইনি মদের কারবারের খবর পেয়ে তল্লাশি অভিযানে যেতেই পুলিশের দিকে ইট বোতল ছুড়তে থাকে একদল যুবক। ইটের ঘায়ে মাথা ফাটে চিৎপুর থানার অ্যাডিশনাল ওসি শচীন মণ্ডলের। জখম হন আরও কয়েকজন পুলিশকর্মী। পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। জখম অফিসারের মাথায় ৬টি সেলাই পড়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে আরজি কর থেকে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।