কলকাতা: এবার শহরেই বড়সড় অস্ত্রপাচার চক্রের হদিশ পেল সিআইডি। ঘটনাস্থল যাদবপুরের সন্তোষপুর।
কলকাতাকে কেন্দ্র করে অস্ত্র পাচারের একাধিক ঘটনা সামনে আসা এবং কলকাতার উপকণ্ঠে একাধিক অস্ত্র কারখানার হদিশ মেলা চিন্তা বাড়িয়েছিল গোয়েন্দাদের। সেই চিন্তা যে একেবারে অমূলক নয়, ফের অস্ত্রসহ এক ব্যাক্তিকে গ্রেফতারির ঘটনায় তা প্রমাণিত।
সিআইডি সূত্রে দাবি, গোপনসূত্রে খবর পেয়ে নইমুল হক নামে এক ব্যক্তিকে মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার ১০টি নাইন এমএম ইম্প্রভাইজড পিস্তল ও ১০টি ম্যাগজিন।
সিআইডি-র দাবি, বিহারের মুঙ্গের থেকে ট্রেনে করে এই অস্ত্র কলকাতায় নিয়ে আসা হয়। সেখান থেকে এগুলি বনগাঁয় পাচার করার কথা ছিল। বনগাঁয় যে ব্যক্তির কাছে অস্ত্র পৌঁছে দেওয়ার কথা ছিল, তার খোঁজ চালাচ্ছেন সিআইডি আধিকারিকরা। পাশাপাশি এর পিছনে বড়সড় চক্র রয়েছে বলেই সন্দেহ। ধৃত নইমুলকে জেরা করে বাকিদের খোঁজ চলছে।
সোমবার রাতেই হরিদেবপুরে একটি বাড়ি থেকে বেশ কয়েকটি সকেট বোমা উদ্ধারের ঘটনা চাঞ্চল্য ছড়ায়। এছাড়াও কয়েক মাস আগে কলকাতার উপকণ্ঠে মহেশতলা, বারুইপুর ও রবীন্দ্রনগরে অস্ত্র কারখানার হদিশ পেয়েছে পুলিশ। এবার শহরের বুকে অস্ত্র পাচার চক্রের হদিশ।