কলকাতা: তিলজলায় আবাসনের নীচে অস্ত্র কারখানার হদিশ। গ্রেফতার ৪। উদ্ধার ৮টি পিস্তল ও অস্ত্র তৈরির সরঞ্জাম।
তিলজলার সি এন রায় রোডে ১৬ডি আবাসনের একটি ঘরে গোপনে চলছিল অস্ত্রের কারবার। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে যার পর্দাফাঁস করে পশ্চিম বন্দর ও তিলজলা থানার পুলিশ। হাতেনাতে ধরা পড়ে সৌরভ কুমার, মহম্মদ সরফরাজ আলম, মহম্মদ সোনু ও মহম্মদ রাজু নামে ৪ জন।
ফ্ল্যাটে ঢুকতেই চোখ কপালে ওঠে পুলিশের। একে একে উদ্ধার হয় ৮টি ৭.৬৫ এমএম পিস্তল, ১৬টি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলি। এছাড়াও মেলে একাধিক লেদ মেশিন, বন্দুক তৈরির অত্যাধুনিক সরঞ্জাম, ৫টি ক্ল্যাম্প ও ২টি মেটাল ফিনিশিং মেশিন।
পশ্চিম বন্দর থানার পুলিশ সূত্রে খবর, এক সপ্তাহ আগে, ব্যবসায়ী পরিচয়ে তিলজলার বাসিন্দা শেখ বাবরের কাছ থেকে ফ্ল্যাট ভাড়া নেয় ৪ যুবক। প্রত্যেকেই বিহারের মুঙ্গেরের বাসিন্দা। সবার অলক্ষ্যে দিনের পর দিন ধরে চলতে থাকে বেআইনি অস্ত্রের কারবার।
কীভাবে ধৃতদের সন্ধান পেল পুলিশ? সূত্রের খবর, গত ২৪ জুলাই অস্ত্র-সহ ইমতিয়াজ আহমেদ ও আফরোজ আলম নামে ২ দুষ্কৃতীকে গ্রেফতার করে পশ্চিম বন্দর থানার পুলিশ। তাদের জেরা করতেই মেলে তিলজলার গোপন অস্ত্র কারখানার সন্ধান!
তদন্তকারীরা জানতে পেরেছেন, পুলিশের চোখে ধূলো দিতে শহরের বিভিন্ন এলাকায় ডেরা বদলে বদলে থাকত ৪ যুবক। তার মধ্যেই অস্ত্র তৈরি করে চলত কারবার।
সাম্প্রতিক অতীতে কলকাতার কাছে কখনও দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগর, কখনও হাওড়ার টিকিয়াপাড়ায় মিলেছে অস্ত্র কারখানার হদিশ। এবার খাস কলকাতায়।
এই ঘটনায় বাড়ির মালিককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, কারাই বা অস্ত্র কিনত, সূত্র সন্ধানে তদন্তকারীরা।
তিলজলায় অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ৪
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jul 2017 06:26 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -