কলকাতা: এসএফআই-ডিওয়াইএফআইয়ের পর এবার বিজেপি। প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগে শুক্রবার দুপুরে সল্টলেকের বিকাশ ভবনে বিক্ষোভ দেখানোর জেরে বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে এফআইআর করল বিধাননগর উত্তর থানার পুলিশ। জামিনযোগ্য চারটি ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে রাহুল সিংহ, জয়প্রকাশ মজুমদার, লকেট চট্টোপাধ্যায়-সহ বিজেপির হাজার জন নেতা-কর্মীর বিরুদ্ধে।

পুলিশ সূত্রে দাবি, অনুমতি ছাড়াই ১৪৪ ধারা ভেঙে মিছিল ও বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩ ধারায় বেআইনি জমায়েত, ১৪৫ ধারায় বেআইনি জেনেও জমায়েত চালিয়ে যাওয়া, ১৮৬ ধারায় সরকারি কাজে বাধা এবং ১৮৮ ধারায় সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বিজেপি। দলের নেত্রী লকেট চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে বলেন, উনি নিজেই আন্দোলনের মাধ্যমেই ক্ষমতায় এসেছেন। পুলিশ দিয়ে এসব থামানো যায় ন। সাহস থাকলে গ্রেফতার করুক।
এর আগে ১০ মার্চ প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগে কলেজ স্কোয়ার থেকে রাজভবন অভিযানের ডাক দেয় সিপিএম অনুগামী ছাত্র, যুবরা। ধর্মতলায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের। সেই ঘটনায় সরকারি সরকারি সম্পত্তি রক্ষা ও ভাঙচুর বন্ধের নতুন আইনে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেদিনের ঘটনায় একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হলেও বিজেপি নেতা-নেত্রীদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা করল বিধাননগর উত্তর থানার পুলিশ।