কলকাতা: দেশপ্রিয় পার্ক পুজো মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ছিলেন জয়েন্ট সিপি হেড কোয়ার্টার সুপ্রতিম সরকার, ডিসি ট্রাফিক ও ২ জন ডিভিশনাল কমিশনার। গতবারের পরিস্থিতির কথা মাথায় রেখে, পুলিশ আধিকারিকরা দেশপ্রিয় পার্ক পুজো মণ্ডপের পূর্ণাঙ্গ পরিকল্পনা খতিয়ে দেখেন। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় রাস্তায় ব্যারিকেড দেওয়া হবে। মণ্ডপে ঢোকার জন্য থাকছে একটি প্রবেশ পথ। কিন্তু বেরনো যাবে ২টি গেট দিয়ে। এছাড়াও, ঢোকা ও বেরোনার জন্য দুটি আলাদা আপৎকালীন গেট থাকছে। থাকছে ভিআইপি গেটও। পাশাপাশি, উদ্যোক্তাদের পক্ষ থেকে ৩০ জন ভলান্টিয়ারকে কলকাতা পুলিশের কাছে প্রশিক্ষণ নিতে পাঠানো হচ্ছে। পুজোর দিনগুলিতে পুলিশের সঙ্গে ভিড় নিয়ন্ত্রণ করবে এই ভলান্টিয়াররা।
দেশপ্রিয় পার্কে গতবারের বিপত্তি এড়াতে মণ্ডপ নিরাপত্তা খতিয়ে দেখলেন কলকাতা পুলিশের কর্তারা
Web Desk, ABP Ananda
Updated at:
22 Sep 2016 09:08 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -