কলকাতা: একটা মৃত্যু, আর তা ঘিরে নানা প্রশ্ন।
কিন্তু বিক্রম চট্টোপাধ্যায়ের কাছ থেকে কোনও সদুত্তর মিলছে না বলে পুলিশ সূত্রে দাবি। তাই অভিনেতাকে হেফাজতে নিয়ে লাগাতার জেরা করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে দাবি, তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বিক্রম!
২৯ এপ্রিল গভীর রাতে রাসবিহারী মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে অভিনেতা বিক্রমের গাড়ি। মৃত্যু হয় গাড়িতে থাকা মডেল সনিকা সিংহ চৌহানের। পুলিশ সূত্রে দাবি, ধৃত বিক্রমের কাছে তদন্তকারীরা জানতে চান, ঘটনার দিন দক্ষিণ কলকাতার পাঁচতারা হোটেল থেকে বেরিয়ে কোথায় কোথায় গিয়েছিলেন তিনি? তদন্তকারীদের দাবি, প্রশ্নের উত্তর দেওয়া তো দূরের কথা, উল্টে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বিক্রম।
ধৃত অভিনেতার বিরুদ্ধে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। এর স্বপক্ষে তদন্তকারীদের দাবি, ট্রাফিক আইন ভেঙে, বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন বিক্রম। এটা যে কতটা ঝুঁকির বা কারও মৃত্যু পর্যন্ত হতে পারে, তা কারও অজানা থাকার কথা নয়। বৃহস্পতিবার রাতে কসবার একটি মলের সামনে থেকে বিক্রমকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। শনিবার তাঁর সঙ্গে দেখা করতে আসেন আইনজীবী। টালিগঞ্জ থানার দোতলার লকআপে রাখা হয়েছে বিক্রম চট্টোপাধ্যায়কে। গেটের মুখে সর্বক্ষণ মোতায়েন নিরাপত্তারক্ষী। পরতে হচ্ছে থানা থেকে দেওয়া পোশাকই।
তদন্তকারীদের বিভ্রান্ত করছেন বিক্রম?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jul 2017 12:29 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -