কলকাতা: ক’দিন আগে ২ স্কুলে, ২ নাবালিকার যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে উত্তাল হয়েছিল কলকাতা। এবার রাতের শহরে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ!

পুলিশ সূত্রে খবর,মঙ্গলবার রাতে প্যারীচরণ সরকার স্ট্রিটে গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন বউবাজার থানার পুলিশকর্মীরা।এমন সময়ে একটি আর্ত চিতকার কানে আসে তাঁদের!
রাত ৩.৩০ তে নাগাদ রাস্তায় কিশোরীর আর্তনাদ শোনা যায়। টানা ভ্যানে অত্যাচারের চেষ্টা। পুলিশ ছুটে আসে। হাতেনাতে ৩ জনকে ধরে ফেলে। তাদের মধ্যে একজন নাবালক।
পুলিশ সূত্রে খবর, ধৃত বদ্রে আলম (২৫) এবং মহম্মদ আনসার (২৫) বিহারের বাসিন্দা। নাবালক ও এই ২ জন ফিয়ার্স লেনে থাকত।
ধৃতদের বিরুদ্ধে পকসো আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে।