কলকাতা: পুলিশ খুনের মামলা রুজু করেছে। কিন্তু, বালিগঞ্জের বহুতলের বেসমেন্টের পার্কিং লটে কী হয়েছিল, যা ১৭ বছরের আবেশ দাশগুপ্তকে মর্মান্তিক পরিণতির দিকে ঠেলে দিল? শনিবার সকাল থেকে আবেশ এবং তার বন্ধুরা কী করেছিল, সেই তথ্যগুলিকে একসুতোয় গেঁথেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে পুলিশ।
তদন্তকারীদের দাবি, শনিবার এই বহুতলে লেখক অমিত চৌধুরীর বাড়িতে একটি জন্মদিনের পার্টি ছিল। দুপুরে সেখানে যায় আবেশ। সঙ্গে ছিল তার আরও কয়েকজন বন্ধুবান্ধব।
পুলিশ সূত্রে দাবি, শনিবার মায়ের থেকে ১৮০০ টাকা নিয়ে বেরোয় আবেশ। আবেশের মা রিমঝিম দাশগুপ্ত জানান, সকাল ন’টায় বেরিয়ে যায়। বলল জন্মদিনের পার্টি আছে।। জানা গিয়েছে, দুপুরেই আবেশ এবং তার বন্ধুরা প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি ক্লাবে যায়। ক্লাবের রেস্তোরাঁর ইনচার্জ সুজন চৌধুরী সেই ঘটনার সত্যতা স্বীকার করেন। জানান, ১৬ জন এসেছিল। খাওয়াদাওয়া করে। লনের মধ্যে আড্ডা মারে। বিকেলে বেরিয়ে যায়।
ক্লাবে মধ্যাহ্নভোজ সেরে রাস্তার ধারে একটি দোকান থেকে তারা পানীয় কেনে। পুলিশ সূত্রে দাবি, ক্লাবে মধ্যাহ্নভোজের বিল মেটায় আবেশের এক বন্ধু। আর পানীয় কেনার টাকা দেয় আবেশ। তারপর তারা ফিরে আসে বালিগঞ্জের বহুতলে। পুলিশের অনুমান, সেখানেই বন্ধুর সঙ্গে আবেশের হাতাহাতি হয়।
পুলিশ সূত্রে খবর, সন্ধে লেখক অমিত চৌধুরী নিরাপত্তারক্ষী মারফত খবর পান, পার্কিং লটে রক্তাক্ত অবস্থায় আবেশ পড়ে রয়েছে। তিনি প্রথমে অ্যাম্বুল্যান্সে ফোন করেন। অ্যাম্বুল্যান্স আসতে দেরি করায় তিনি নিজে গাড়িতে আবেশকে ঢাকুরিয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।
কিন্তু, গোটা ঘটনায় মিসিং লিঙ্ক হয়ে রয়েছে বেসমেন্টে ঘটে যাওয়া ওই কয়েকটা মুহূর্ত। কী হয়েছিল সেখানে? সেই উত্তরের খোঁজে পুলিশ।
আবেশ মৃত্যুরহস্য: তদন্তের মিসিং লিঙ্কের খোঁজে পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jul 2016 02:05 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -