ট্রাফিক আইন মানতে বলায়, কর্তব্যরত পুলিশকর্মীকে ধাক্কা দিয়ে পালাল পুলিশেরই গাড়ি, জখম ট্রাফিক সার্জেন্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Feb 2017 11:31 AM (IST)
কলকাতা: ট্রাফিক আইন মানতে বলায়, কর্তব্যরত পুলিশকর্মীকে ধাক্কা দিয়ে পালাল পুলিশেরই গাড়ি। জখম ট্রাফিক সার্জেন্ট। ঘটনাটি ঘটেছে ঢাকা কালীবাড়ির কাছে লেক গার্ডেন্স উড়ালপুল ও আনোয়ার শাহ রোডের সংযোগস্থলে। আজ সকাল ১০টা নাগাদ যাদবপুর থেকে আনোয়ার শাহ রোডের দিকে যাচ্ছিল হাওড়া পুলিশ কমিশনারেটের একটি গাড়ি। আচমকাই ট্রাফিক আইন না মেনে সেটি ইউ টার্ন নিয়ে ফের যাদবপুরের দিকে যাওয়ার চেষ্টা করে।কর্তব্যরত যাদবপুর ট্রাফিক গার্ডের সার্জেন্ট রাজা রায় গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে, সেটি তাঁকে ধাক্কা মেরে এগিয়ে যায়। গাড়ির ধাক্কায় দুমড়ে যায় তাঁর বাইকটি। এরপর গাড়ির এক আরোহী ওই ট্রাফিক সার্জেন্টের উপর চড়াও হন বলে অভিযোগ। ডানহাতে গুরুতর আঘাত পান ওই সার্জেন্ট। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন যাদবপুর ট্রাফিক গার্ডের কর্তারা। ততক্ষণে উধাও পুলিশের গাড়িটি।