কলকাতা: কলকাতায় ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির একাংশ। ভাড়াটের দাবি, একাধিকবার বলা সত্ত্বেও বাড়ি সংস্কারের কাজ না করাতেই এই বিপত্তি। বিপদের ইঙ্গিত পেয়ে কয়েকদিন আগে সেখান থেকে অন্যত্র সরে গিয়েছিলেন ভাড়াটেরা। ফলে জোর প্রাণে বেঁচে গিয়েছেন।
বাড়ির ভেঙে পড়া অংশে কেউ না থাকলেও, অন্যান্য দিন এই বাড়িরই নীচে ফলের পসরা সাজিয়ে বসেন ৩ বিক্রেতা। কিন্তু, এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে তাঁদের কেউই সেখানে না বসায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা।
এক প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ বিরাট শব্দ শুনে বেরিয়ে এলাম। চারদিক ধোঁয়া, ধুলোয় ঢেকে গেল। আরেকজনের দাবি, আধ মিনিট আগেই আমি ওই জায়গা দিয়ে হেঁটে এসেছেন। ওই সময় কয়েকজন মহিলা হেঁটে যাচ্ছিলেন। কাজের দিন হলে বিরাট ঘটনা ঘটতে পারত। অন্যদিন হলে, সত্যিই খুব বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন জোড়াসাঁকোর বিধায়ক স্মিতা বক্সি।
শুধু এই বাড়িই নয়, বাড়িমালিক-ভাড়াটিয়া টানাপোড়েনে সংস্কারের অভাবে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আশপাশের একাধিক বাড়িও। পুরনো বাড়ির সংস্কার হবে না! ঝুপঝাপ তা ভেঙে পড়বে। কখনও প্রাণ যাবে, কখনও আহত হবে, কখনও অল্পের জন্য রক্ষা মিলবে! এভাবেই কি দিনের পর দিন চলতে থাকবে?