কলকাতা: শুক্রবার রেড রোডে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য রেড রোডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রবিবার পর্যন্ত রেড রোডে বন্ধ যান-চলাচল।
দ্বিতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শপথ নেবেন রেড রোডে। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে তার প্রস্তুতি। যে মঞ্চে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত। মূল মঞ্চের পিছনে থাকছে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ।
পাশাপাশি, সাধারণ মানুষ যাতে অনুষ্ঠান দেখতে পারেন, তারজন্য প্রায় ১০ হাজার বর্গফুট এলাকা জুড়ে চাঁদোয়া তৈরি করা হচ্ছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য সোমবার মধারাত থেকেই বন্ধ রেড রোড। রবিবার ভোর পর্যন্ত কোনও যানবাহন চলবে না রেড রোডে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানা হয়েছে, এই পাঁচ দিন দক্ষিণমুখী গাড়িগুলিকে মেয়ো রোড বা কিংসওয়ে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। আউট্রাম রোড অথবা ডাফরিন রোড দিয়ে যাবে উত্তরমুখী গাড়িগুলি।
শুক্রবার শপথ গ্রহণের পরই মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার নবান্নে পা রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে গার্ড অব অনার দেবেন কলকাতা পুলিশের কর্মীরা। তারপর রীতিমাফিক হবে নতুন সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক।
এদিন নবান্নে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ কমিশনার সহ কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা।
এদিকে, তৃণমূল সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিল প্রদেশ কংগ্রেস। ওইদিনই ভোটপরবর্তী সন্ত্রাসের বিরুদ্ধে ধর্মতলায় বিক্ষোভ দেখাবে তারা। এমনকী অংশ নেবে ২৫ ও ২৬ মে বামেদের বিক্ষোভ কর্মসূচিতেও। একইসঙ্গে নিচুতলার জোটকে মজবুত করতে জেলায় জেলায় সমন্বয় কমিটি গঠনের জন্য বামেদের প্রস্তাব দেবে কংগ্রেস।
মমতার শপথগ্রহণ, রেড রোডে প্রস্তুতি তুঙ্গে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 May 2016 06:38 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -