১৮ তারিখের সভা নিয়ে তৃণমূলের প্রস্তুতি-বৈঠক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jun 2016 06:55 PM (IST)
কলকাতা: ১৮ জুন নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাধারণ পরিষদের বর্ধিত বৈঠক। তা নিয়ে বুধবার দুপুরে দক্ষিণ কলকাতা তৃণমূল কার্যালয়ে প্রস্তুতি বৈঠক করলেন দলের শীর্ষ নেতারা। মূলত ২০১৮-র পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে এবং সংগঠনকে আরও মজবুত করতেই নেতাজি ইন্ডোরে বৈঠকের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে বিপুল জয়ের পর ঘনিষ্ঠ মহলে তৃণমূলনেত্রী বলেছিলেন, এতদিন সরকারি কাজকে অগ্রাধিকার দিয়ে সেখানেই বেশি সময় দিয়েছি। এবার সরকারের পাশাপাশি দলীয় কাজকেও সমান গুরুত্ব দেব। তাই বিপুল জয়ের পরও, আত্মতুষ্টিতে না ভুগে দলের সংগঠনে রদবদল করে তাকে আরও শক্তিশালী করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারণে, একেবারে পঞ্চায়েত থেকে জেলা হয়ে রাজ্য, সব স্তরের নেতাদের, ইন্ডোরের বৈঠকে ডাকা হয়েছে। মূল লক্ষ্য, সংগঠনে নতুন মুখ তুলে আনা। বেনোজল দূর করে ভাবমূর্তি উজ্জ্বল করা। বিতর্কিত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অন্তর্কলহ রোখা। ১৮ তারিখের এই বৈঠকের প্রস্তুতিতে যাতে কোনও খামতি না থাকে, তা নিয়েই বুধবার, বিস্তারিত ভাবে পর্যালোচনা করেন সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, মুকুল রায়রা। অন্তর্কলহের কারণে এবারের ভোটে তৃণমূলকে বেশ কিছু আসন হারাতে হয়েছে বলে মনে করেন তৃণমূলনেত্রী। এ ভাবে হারের কারণ খুঁজতে আট সদস্যের একটি কমিটিও গড়ে দিয়েছেন তিনি। অধিকাংশ জেলা থেকেই এখনও রিপোর্ট এসে পৌঁছয়নি। তাদের দ্রুত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। আর যে সব রিপোর্ট পৌঁছেছে, তা নিয়ে এ দিনের বৈঠকে আলোচনা হয়। আট সদস্যের কমিটি চাইছে, রিপোর্ট বিশ্লেষণ করে তার নির্যাস দ্রুত দলনেত্রীর হাতে তুলে দিতে। যাতে তার ভিত্তিতে ইন্ডোরের বৈঠক থেকে তিনি প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।