কলকাতা: নেতাজি ভবনে স্মৃতির গাড়িতে সওয়ার রাষ্ট্রপতি। ৭৫ বছর আগের সুভাষচন্দ্রের মহানিষ্ক্রমণের ওয়ান্ডারার ফিরল নয়া সাজে। উদ্বোধনের পর গাড়িতে চড়লেন প্রণব মুখোপাধ্যায়।
জার্মানির ওয়ান্ডারার গাড়ি। নম্বর বিএলএ ৭১৬৯। ১৯৪১ সালের ১৬ ও ১৭ জানুয়ারির মধ্যবর্তী রাত ১টা ৩৫-এ সুভাষচন্দ্রর মহানিষ্ক্রমণ। চালকের আসনে ছিলেন শিশিরকুমার বসু। পিছনে নেতাজি।

এই গাড়ি চড়েই কলকাতা থেকে গোমো পৌঁছেছিলেন সুভাষচন্দ্র বসু। ইতিহাসবিদরা বলেন, ৭৫ বছর আগের সেই রাতের যাত্রাই সুভাষচন্দ্র থেকে নেতাজিতে উত্তরণের প্রথম পদক্ষেপ। বুধবার সেই গাড়িতেই সওয়ার হলেন রাষ্ট্রপতি।
১৯৩৭ সালে গাড়িটির রেজিস্ট্রেশন হয় শিশিরকুমার বসুর নামে। ১৯৫৭ সাল থেকে গাড়িটি রাখা রয়েছে এলগিন রোডের নেতাজি ভবনের সংগ্রহশালায়। সংস্কারের পর এদিন উদ্বোধন হল প্রণব মুখোপাধ্যায়ের হাত দিয়ে।