কলকাতা: নেতাজি ভবনে স্মৃতির গাড়িতে সওয়ার রাষ্ট্রপতি। ৭৫ বছর আগের সুভাষচন্দ্রের মহানিষ্ক্রমণের ওয়ান্ডারার ফিরল নয়া সাজে। উদ্বোধনের পর গাড়িতে চড়লেন প্রণব মুখোপাধ্যায়। জার্মানির ওয়ান্ডারার গাড়ি। নম্বর বিএলএ ৭১৬৯। ১৯৪১ সালের ১৬ ও ১৭ জানুয়ারির মধ্যবর্তী রাত ১টা ৩৫-এ সুভাষচন্দ্রর মহানিষ্ক্রমণ। চালকের আসনে ছিলেন শিশিরকুমার বসু। পিছনে নেতাজি।
নেতাজির মহানিষ্ক্রমণের ওয়ান্ডারার গাড়িতে সওয়ার হলেন রাষ্ট্রপতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jan 2017 10:31 PM (IST)