গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার পার্ক স্ট্রিট গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত কাদের
ABP Ananda, web desk | 30 Sep 2016 11:10 AM (IST)
কলকাতা: পার্ক স্ট্রিট গণধর্ষণকাণ্ডে অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত কাদের খান। ঘটনার সাড়ে চারবছর পরে গ্রেটার নয়ডা থেকে আত্মগোপনকারী কাদের ও আরেক অভিযুক্ত আলিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের বিশেষ দল। গোপন সূত্রে খবর পেয়ে গ্রেটার নয়ডায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় পার্ক স্ট্রিট গণধর্ষণকাণ্ডের দুই অভিযুক্তকে। আজই তাদের আনা হচ্ছে কলকাতায়। ২০১২ সালের ৫ ফেব্রুয়ারির ঘটনা সামনে আসার পর থেকেই ধরাছোঁয়ার বাইরে চলে যায় মূল অভিযুক্ত কাদের খান। কখনও শোনা যায়, সে নেপালে, কখনও বা বাংলাদেশে।সূত্রের খবর, চার্জশিটে জানানো হয়, ঘটনার পর মুম্বইয়ের একাধিক হোটেলে আত্মগোপন করেছিল কাদের। অভিযানে গেলেও তাকে ধরা সম্ভব হয়নি। অধরা ছিল আলিও। বিচার প্রক্রিয়া চলাকালীনই ২০১৫-র ১৩ মার্চ মৃত্যু হয় নির্যাতিতা সুজেট জর্ডনের।