বান্ধবীর সঙ্গে বনিবনা হচ্ছে না, নিউ টাউনে যুবকের আত্মহত্যা, পুলিশের গাড়ি ভাঙচুর জনতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Nov 2017 10:36 AM (IST)
কলকাতা: প্রেমিকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে নিউটাউনের শান্তিময় নগরে ১ যুবক আত্মঘাতী হলেন। ওই তরুণীকে বেঁধে রেখে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে মৃতের পরিবারের বিরুদ্ধে। পুলিশের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। পুলিশ জানিয়েছে, বছর আঠারোর যুবক সুরজিৎ রায়ের সঙ্গে জনৈক প্রতিবেশী তরুণীর বছরখানেকের সম্পর্ক ছিল। কিন্তু, বিয়েতে রাজি ছিল না যুবকের পরিবার। বাড়ির অমতে দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নিলেও অভিযোগ, শেষ মুহূর্তে বেঁকে বসেন তরুণী। এরপর আজ সকালে নিজের ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, এর জেরেই অবসাদে আত্মহত্যা করেন সুরজিৎ। আজ সকালে মৃতের পরিবারের লোকেরা ওই তরুণীকে বেঁধে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ এলে স্থানীয় মানুষ ভাঙচুর করেন পুলিশের গাড়ি।