প্রোমোটারের ‘থাবা’ স্কুলে, ভাঙতে বাধা দিয়ে প্রহৃত প্রধান শিক্ষক, পথ অবরোধ পড়ুয়াদের
ABP Ananda, web desk | 18 Feb 2017 11:39 AM (IST)
কলকাতা: বাগুইআটির দশদ্রোণ এলাকায় নোটিস ছাড়াই স্কুল ভাঙচুরের ঘটনায় গ্রেফতার প্রোমোটার। নোটিস ছাড়াই স্কুল ভাঙার অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে। বাধা দিলে মারধরের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষককে। প্রতিবাদে রাস্তা অবরোধ পড়ুয়া-অভিভাবকদের। কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ। সূত্রের খবর, মালিকের কাছ থেকে লীলা দেবী মেমোরিয়াল স্কুলের জমিটি কিনে নেন প্রোমোটার মিজানুর রহমান। গতকাল রাতে স্কুলের বাড়িটি ভাঙতে শুরু করে তার লোকজন। ভেঙে দেওয়া হয় স্কুলের ছাদ। তছনছ করে দেওয়া হয় স্কুলের আসবাব। সকালে এসে স্কুল ভাঙতে বাধা দেন স্কুলের প্রধান শিক্ষক কৌশিক ভট্টাচার্য। অভিযোগ, সেসময় তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে প্রোমোটারের দলবল। প্রতিবাদে সকালে রাজারহাট রোড অবরোধ করে পড়ুয়া-অভিভাবকরা। পরে কাউন্সিলর স্বাতী বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভও দেখান তাঁরা। শেষপর্যন্ত চিনার পার্ক এলাকা থেকে গ্রেফতার হয় প্রোমাটার। স্কুল ভাঙায় বন্ধ পরীক্ষা। অনিশ্চিত পড়ুয়াদের ভবিষ্যত। পড়ুয়াদের চোখে জল।