দমদম: দমদমের দেবেন্দ্র কলোনিতে সিন্ডিকেট, তোলাবাজি সহ একাধিক অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় স্থানীয় এক ব্যবসায়ীকে মারধর করল দুষ্কৃতীরা। অভিযোগের তির স্থানীয় তৃণমূল কাউন্সিলর সত্যব্রত সাঁতরার বিরুদ্ধে।
আক্রান্তের দাবি, এলাকায় চলতে থাকা অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় গতকাল রাতে ১০-১২টি মোটরবাইকে করে তাঁর ওপর চড়াও হয় বেশ কয়েকজন যুবক। মারধর করা হয় তাঁকে ও স্ত্রী সহ পরিবারের সদস্যদের। চলে শ্লীলতাহানিও।
যদিও সংশ্লিষ্ট কাউন্সিলর অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার তদন্ত করছে পুলিশ।
দমদমে সিন্ডিকেট, তোলাবাজির প্রতিবাদ করায় প্রহৃত ব্যবসায়ী, শ্লীলতাহানি স্ত্রীর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Sep 2017 11:42 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -