কলকাতা: বাজি নিষিদ্ধ করার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা। দুর্গাপুজোর মতো বাকি পুজোতেও বিধিনিষেধ চেয়ে মামলা।করোনাকালে কালীপুজো, বড়দিনে জন সমাগমে কড়াকড়ি চেয়ে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার জোড়া জনস্বার্থ মামলার শুনানির সম্ভাবনা।
উল্লেখ্য, এর আগে দুর্গাপুজোর সময়ও জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে মণ্ডপে মণ্ডপে ভিড় এড়াতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। রাজ্যের সমস্ত পুজো প্যান্ডেলকে ‘নো এন্ট্রি’ জোন হিসাবে ঘোষণা করার নির্দেশ দেয়। আদালত নির্দেশ দেয়, ছোট-বড় সমস্ত মণ্ডপের চারপাশে ৫ থেকে ১০ মিটার দূরত্ব পর্যন্ত ব্যারিকেড করে দিতে হবে। ‘নো এন্ট্রি’ ঘোষণা করতে হবে সেই ব্যারিকেড করা অংশকে। সেখানে কাউকে ঢুকতে দেওয়া হবে না। পুজোর প্রয়োজনে যাদের ঢুকতে হবে, মণ্ডপের বাইরে তাঁদের নামের তালিকা টাঙিয়ে রাখতে হবে। মণ্ডপের ভিতর ১৫ থেকে ২৫ জনের বেশি ঢুকতে দেওয়া হবে না। ঢুকতে দেওয়া যাবে না ওই তালিকার বাইরেও কাউকে।
চলতি করোনা মহামারী পরিস্থিতিতে আক্রান্তদের পক্ষে বায়ুদূষণ মারাত্মক হতে পারে। এই আশঙ্কার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই কালীপুজো, দীপাবলিতে বাজি ফাটানো থেকে রাজ্যবাসীকে বিরত থাকার আর্জি জানানো হয়েছে।
এবার বাজি নিষিদ্ধ ও দুর্গাপুজোর মতোই বাকি পুজো, বড়দিনে বিধিনিষেধ চেয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Nov 2020 06:55 PM (IST)
করোনাকালে কালীপুজো, বড়দিনে জন সমাগমে কড়াকড়ি চেয়ে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার জোড়া জনস্বার্থ মামলার শুনানির সম্ভাবনা।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -