কলকাতা: ওঠা-নামা করছে পালস রেট। গায়ে জ্বর-ব্যথা। মাঝেমধ্যেই লাগছে অক্সিজেন। তবে আপাতত স্থিতিশীল অভিষেক বন্দ্যোপাধ্যায়, মেডিক্যাল বুলেটিনে জানিয়েছে বেলভিউ কর্তৃপক্ষ। অভিষেককে সরানো হয়েছে স্পেশাল ক্রিটিক্যাল কেয়ার রুমে।
তাঁকে টানা বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। শুক্রবার অভিষেকের খবর নিতে রাত ৯টা ১০ নাগাদ বেলভিউয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বিধাননগর থানার পুলিশের সাহায্যে রাত দেড়টা নাগাদ হাসপাতালে আসেন বিশেষজ্ঞ চিকিত্সক সুকুমার মুখোপাধ্যায়। রাত ৩টে ১০ নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে যান মমতা। তাঁর সঙ্গে হাসপাতালে ছিলেন শোভন চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস-সহ আরও অনেকে।
মঙ্গলবার দুপুরে বহরমপুর থেকে কলকাতায় ফেরার পথে সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় পড়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। গুরুতর জখম হন তিনি।
পালস রেট ওঠা-নামা করছে, গায়ে জ্বর-ব্যথা, লাগছে অক্সিজেন অভিষেকের
Web Desk, ABP Ananda
Updated at:
22 Oct 2016 01:45 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -