পারিবারিক বচসার জেরে হাতাহাতি, ছেলেকে গুলি বাবার, লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বাঁচলেন ছেলে

Continues below advertisement
কলকাতা:  পারিবারিক বিবাদের জের। বাবা-ছেলের বচসা-হাতাহাতি। এয়ারগান থেকে গুলি বাবার। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় রক্ষা। বাগুইআটির এই ঘটনায় দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ বাড়ির খাবার টেবিলে সামান্য কথা-কাটাকাটি! আর তা থেকেই ধুন্ধুমার! বাগুইআটির চাউলপট্টির বাড়ির কর্তা অনুপকুমার সোম। তাঁর দুই ছেলে। বড় ছেলে পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। ছোট ছেলে হোমিওপ্যাথি চিকিত্সক। পরিবার সূত্রে দাবি, বৃহস্পতিবার রাতে খাওয়ার সময় ছোট ছেলে অপূর্বকে তাঁর মা বলেন,  তুই সংসার খরচ হিসেবে মাত্র ২ হাজার টাকা দিচ্ছিস। এতে কী সংসার চলে! তোর দাদা অনেক বেশি টাকা দেয়। অপূর্ব বলেন, খাওয়ার সময় এসব কথা কেন বলছ? এ নিয়েই শুরু হয় বচসা-হাতাহাতি। অপূর্ব, মা ও স্ত্রীকে মারতে যান বলে অভিযোগ। বাবা বাধা দিতে এলে তাঁকেও ধাক্কা মারেন! এরপরই রড দিয়ে ছোট ছেলের মাথায় আঘাত করেন বাবা।  ফেটে যায় মাথা! মেজাজ আরও চড়ে যায় অপূর্বর। বাবার দিকে তেড়ে আসেন তিনি! পরিবার সূত্রে দাবি, সেইসময় বাড়িতে রাখা এয়ার গান থেকে শূন্যে ৩ রাউন্ড গুলি ছোড়েন বাবা। বাগুইআটির সোম-বাড়ি তখন যেন কুরুক্ষেত্র! খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। গ্রেফতার করা হয় বাবা-ছেলে দু’জনকেই। যে এয়ার গান থেকে বাবা গুলি চালান বলে অভিযোগ সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাবা-ছেলে দু’জনেই আপাতত শ্রীঘরে! ঘটনায় খুনের চেষ্টা ও গুরুতর আঘাতের অভিযোগের ধারায় মামলা রুজু হয়েছে।
Continues below advertisement
Sponsored Links by Taboola