সন্তানের টিফিন তৈরি নিয়ে স্বামীর সঙ্গে সামান্য বচসা, আত্মঘাতী বধূ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Nov 2017 05:36 PM (IST)
বাগুইআটি: সন্তানের টিফিন তৈরি নিয়ে স্বামীর সঙ্গে সামান্য বচসার জেরে ‘আত্মঘাতী’ বধূ। ঘটনাটি ঘটেছে বাগুইআটির রেল পাড়ায়। আত্মঘাতী বধূর নাম বিউটি দাশগুপ্ত। সোমবার সকালে শিশুকন্যার স্কুলে যাওয়ার সময় টিফিন তৈরিতে দেরি হওয়ায় স্বামীর সঙ্গে বচসা হয় ওই মহিলার। মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে বাড়ি ফিরে এসেই স্ত্রীর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বামী। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।