হায়দরাবাদ: অন্ধ্রপ্রদেশের পরিবহণ দফতরের এক আধিকারিকের বাড়িতে দুর্নীতিদমন শাখার হানা। হানা দিয়ে ওই আধিকারিকের একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৬০ কেজির রুপোর বাসনপত্র, এক কেজি সোনা, নগদ কুড়ি লক্ষ টাকা । উদ্ধার হওয়া মোট সম্পত্তির পরিমাণ ২৫ কোটি, দাবি দুর্নীতিদমন শাখার আধিকারিকদের।

৩৪ বছর ধরে অন্ধ্রপ্রদেশ পরিবহণ দফতরের কর্মী ছিলেন ওই আধিকারিক। দুর্নীতিদমন শাখার আধিকারিকদের দাবি, অভিযুক্ত ওই আধিকারিকের একটি বাড়ি থেকে এই সম্পত্তি উদ্ধার হয়েছে। তাঁর আরও সাতটি ফ্ল্যাট রয়েছে এবং বিভিন্ন জায়গায় বাড়ি রয়েছে। সেখান থেকে আরও সম্পত্তি উদ্ধারের সম্ভাবনা রয়েছে।

১৯৮১ সালে পূর্ণচন্দ্র রাও নামের ৫৫ বছর বয়সি ওই আধিকারিক মোটর ভেহিকেল ইন্সপেক্টর হিসেবে কাজ শুরু করেন। সেসময় থেকেই তিনি গুন্টুর, নেল্লোর ও ওঙ্গোলে-এর রাস্তা ও পরিবহণ দফতরের কাজও সামলাতে শুরু করেন।

অভিযুক্ত ওই আধিকারিকের সাতটি ফ্ল্যাট ও দুটি বাড়ি আছে ভিনুকন্ডায়, একটি বাড়ি রয়েছে গুন্টুরে, একটি ফ্ল্যাট রয়েছে হায়দরাবাদ ও একটি রয়েছে বিজয়ওয়াড়ায়। এছাড়াও ভিনুকন্ডায় একটি কারখানা রয়েছে।
আয়ের সঙ্গে সম্পত্তির পরিমাণের সামঞ্জস্য না থাকায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেছে দুর্নীতিদমন শাখা।