রাতভর বৃষ্টি, শহরের একাধিক জায়গা জলমগ্ন
ABP Ananda, Web Desk | 23 Jul 2018 07:54 AM (IST)
কলকাতা: রাতভর বৃষ্টিতে জল জমেছে কলকাতার একাধিক এলাকায়। জলমগ্ন চিত্তরঞ্জন অ্যাভিনিউ, মুক্তারামবাবু স্ট্রিট, এম জি রোড, সল্টলেক স্টেডিয়াম, ট্রান্সপোর্ট রোড, খিদিরপুর ফ্যান্সি মার্কেট, সত্য ডাক্তার রোড, ঢাকুরিয়া ব্রিজের কাছে সাদার্ন পার্ক রোড, বেহালার বেচারাম চ্যাটার্জি রোড, বেহালা চৌরাস্তা, মিলন মেলা ময়দানসহ বেশ কিছু এলাকা। জলমগ্ন দমদম আন্ডারপাস, পাতিপুকুর আন্ডারপাস, কাঁকুড়গাছি আন্ডারপাসও।