বৃষ্টিকে হারিয়ে সপ্তমীতে পুজোর আনন্দ সপ্তমে
Web Desk, ABP Ananda | 08 Oct 2016 11:27 AM (IST)
কলকাতা: নিম্নচাপের চাপকে থোড়াই কেয়ার। বৃষ্টিকে হারিয়ে সপ্তমীতে পুজোর আনন্দ সপ্তমে। উত্তর থেকে দক্ষিণ, মণ্ডপে মণ্ডপে, দল বেঁধে ঢল। এ ক’টা দিন চেনা পথ-ঘাট একেবারে অচেনা। চেনা মুখগুলো অন্যরকম। উৎসবের আলোয় আলোকিত। আলো গায়ে মেখে ভিড়ের মধ্যে ভিড় হয়ে যাওয়া। সপ্তমীর সকালে শহরের নানা প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়। শরতের আকাশে দেখা যায় কালো মেঘের আনাগোনা। কিন্তু তাতেও ভাটা পড়েনি আনন্দে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই পরিস্থিতি হতে পারে পুজোর বাকি দিনগুলিতেও। অষ্টমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। নবমী থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরেই এই বৃষ্টিপাত।