মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, চলতে পারে কালও, পূর্বাভাস আলিপুরের
Web Desk, ABP Ananda | 20 Sep 2018 07:49 PM (IST)
গুজরাতে এবার মারাত্মক গরম পড়েছে। জলাধারগুলি দ্রুত শুকিয়ে আসছে। ফলে খরা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণেই পর্যাপ্ত বৃষ্টি চাইছেন গুজরাতের মানুষ
কলকাতা: মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। তার জেরে গতকাল রাত থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টি হতে পারে আগামীকালও। বইতে পারে ঝোড়ো হাওয়া, পূর্বাভাস আলিপুরের। কোথাও শিলাবৃষ্টি, কোথাও স্বস্তির বৃষ্টির জেরে এক ধাক্কায় নেমেছে রাজ্যের তাপমাত্রা। বুধবার রাত থেকেই কলকাতার পাশাপাশি বৃষ্টি শুরু হয় হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকায়। ব্যাপক শিলাবৃষ্টি হয় দিঘায়। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে এই বৃষ্টি। চলবে শুক্রবারও। উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টির ফলে তপমাত্রা কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বজায় থাকবে অস্বস্তি। এই প্রেক্ষিতে সতর্ক জেলা প্রশাসন। দিঘায় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মত্স্যজীবীদের। একই সতর্কবার্তা দেওয়া হয়েছে ওড়িশা উপকূলেও।