কলকাতা: নতুন সরকারের শপথ গ্রহণের আগে কলকাতার সিপি বদল। সৌমেন মিত্রর জায়গায় পুলিশ কমিশনার পদে ফিরিয়ে আনা হল রাজীব কুমারকে। সৌমেন মিত্রকে করা হল এডিজি ট্রেনিং। এই মর্মে, শনিবার, বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।


কলকাতায় প্রথম দফায় ভোট হয়েছিল ২১ এপ্রিল। তার কয়েক দিন আগে, ১২ এপ্রিল, নির্বাচন কমিশনের নির্দেশে, কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়। নতুন কমিশনার হন সৌমেন মিত্র। তিনি তখন ছিলেন এডিজি-সিআইডি পদে। ভোটের ফল বেরনোর পর সেই সৌমেন মিত্রর জায়গায় কলকাতার পুলিশ কমিশনারের চেয়ার ফিরে পেলেন রাজীব কুমার।

পর্যবেক্ষকদের একাংশের মতে, ভোট পর্ব মিটে যাওয়ার পর, সৌমেন মিত্রের জায়গায় রাজীব কুমারের ফিরে আসা ছিল সময়ের অপেক্ষা।

এর আগে, লোকসভা ভোটের সময়ও, পুলিশ প্রশাসনের যে সব কর্তাদের সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন, ভোট প্রক্রিয়া মেটার পর ফের তাঁদের পুরনো পদে বহাল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শপথ গ্রহণের আগে কলকাতার পুলিশ কমিশনার পদে ফিরিয়ে আনা হল রাজীব কুমারকে।