কলকাতা: পাহাড়ে দিলীপ ঘোষের নিগ্রহের প্রতিবাদে শুক্রবার রাজ্যজুড়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল বিজেপি। ঘোষণামতো পাল্টা শনিবার পথে নামল তৃণমূল। সামিল হল দলের শীর্ষ নেতৃত্ব। কলকাতার বেহালা, খিদিরপুর, টালিগঞ্জ, গড়িয়াহাট, ধর্মতলা, যাদবপুর, শ্যামবাজার, হাজরায় হয় মিছিল। একই ছবি জেলায়-জেলায়। দার্জিলিংয়ে নিগৃহীত হওয়ার পর দিলীপ ঘোষকে ফোন করেন পলাতক বিমল গুরুং। এ নিয়ে এদিনও বিজেপি রাজ্য সভাপতিকে আক্রমণ করে রাজ্যের শাসক দল। তৃণমূলের দাবি, সমতলে সমর্থন না পেয়ে, ফায়দা তুলতে পাহাড়ে উঠেছে বিজেপি। শান্ত পাহাড়কে অশান্ত করতে মরিয়া হয়ে উঠেছে মোদী সরকার। দলের মিছিল থেকে বারবার মোদী সরকারকে নিশানা করেন তৃণমূল সরকারের মন্ত্রীরা। বিজেপি অবশ্য খোঁচা দিয়ে বলছে, পরিস্থিতি বেগতিক বুঝে রাস্তায় নেমেছে তৃণমূল। তবে বিজেপিকে যে তারা এক ইঞ্চিও জমি ছাড়বে না, তা বুঝিয়ে দিয়েছে রাজ্যের শাসক দল। রায়গঞ্জে বিজেপি রাজ্য সভাপতি যখন কর্মী সভা করছিলেন, তখন বাইরে বিক্ষোভ দেখায় তৃণমূল।