হনুমান জয়ন্তী উপলক্ষে অস্ত্র নিয়ে মিছিল, গ্রেফতার ২ বিজেপি কর্মী সহ ৬
ABP Ananda, web desk | 12 Apr 2017 02:37 PM (IST)
কলকাতা: চিত্পুরে হনুমান জয়ন্তী উপলক্ষে অস্ত্র নিয়ে মিছিল করার অভিযোগে গ্রেফতার ৬। অস্ত্র আইনে গ্রেফতার বিজেপির দুই স্থানীয় নেতা। বাকি চারজন বজরং দলের সদস্য।মঙ্গলবার হনুমান জয়ন্তী উপলক্ষে চিত্পুর এলাকায় একটি মিছিল বের হয়। পুলিশের দাবি, মিছিলকারীদের হাতে অস্ত্র ছিল। মিছিল শেষ হওয়ার পরে এলাকায় গণ্ডগোল বাধে। এরপরই রাতে তল্লাশি চালিয়ে চিত্পুর ও কাশীপুর এলাকা থেকে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে হিংসা ছড়ানো ও অশান্তির অভিযোগে মামলা রুজু হয়েছে।