কলকাতা: আরও মহার্ঘ পেট্রো-পণ্য। কলকাতায় সর্বকালীন রেকর্ড ছুঁল ডিজেলের মূল্যবৃদ্ধি! পিছিয়ে নেই পেট্রোলও। দু’মাসে পেট্রোলের দাম বাড়ল প্রায় আট টাকা!
ফলে জোড়া ফলায় বিদ্ধ ক্রেতারা। এখন পেট্রোল-ডিজেলের দাম ঠিক হয় প্রতিদিন। সেই হিসেবে আজ রবিবার কলকাতায় ডিজেলের দাম লিটার পিছু ৬৬ টাকা ৫২ পয়সা। এটা কলকাতায় ডিজেলের মূল্যবৃদ্ধির সর্বকালীন রেকর্ড। এর আগে ২০১৪-র অগাস্টে কলকাতায় ডিজেলের দাম বেড়ে হয়েছিল ৬৩টাকা।
অন্যদিকে ২০১৭-র পয়লা ডিসেম্বর কলকাতায় পেট্রোলের দাম ছিল লিটারে ৬৭ টাকা ৭১ পয়সা। আর ২৮ জানুয়ারি সেই দামই পৌঁছেছে ৭৫ টাকা ৪৭ পয়সায়! অর্থাৎ মাত্র দু’মাসে পেট্রোলের দাম বেড়েছে প্রায় আট টাকা।
বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, আগামী মার্চ মাস পর্যন্ত আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম কমার সম্ভাবনা ক্ষীণ। তাহলে কি আরও বাড়বে দুর্ভোগ? আশঙ্কায় সাধারণ মানুষ!