কলকাতা: নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আজ মধ্যরাত থেকেই বন্ধ করে দেওয়া হচ্ছে রেড রোড। আগামী ৪ দিন রেড রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ। শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি পর্যন্ত বন্ধ থাকবে রাস্তা।
লালবাজারের তরফে জানানো হয়েছে, এই চারদিন দক্ষিণমুখী গাড়িগুলিকে মেয়ো রোড ও কিংসওয়ে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। আউট্রাম রোড ও ডাফরিন রোড দিয়ে যাবে উত্তরমুখী গাড়িগুলি।
ইতিমধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। বৃষ্টির কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। নবান্ন সূত্রে খবর, ২০ হাজার মানুষের বসার বন্দোবস্ত করা হচ্ছে। দাঁড়িয়েও দেখা যাবে শপথ গ্রহণ অনুষ্ঠান। ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রেড রোড চত্ত্বর।
চার দিন বন্ধ রেড রোড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 May 2016 05:10 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -